Monday, 31 July 2017

হয়তো আবারো (কবি বিশ্বাস)(Ami Kobi Biswas Bolche)(কাল্পনিক কবি)

হয়তো আবারো
কবি বিশ্বাস 
হয়তো আবারো দেখা হবে কোথায়, 
আবার কোনো ভিনদেশে, 
যেখানে রোদ এসে ঝিকিমিকি দেবে তোর পায়ে, 
তখন আমি আলতো করে দেখবো তোর মুখ, 
আবার হয়তো তোর ঠোঁটে 
পাগল এর মতো চুমু খাবো,
আবার হয়তো তোর শরীর এর গন্ধে 
পাগল হয়ে যাবো,কিংবা হয়তো 
তোর বুক মাথা গুজব, 
জানিস আজ মনে পরছে তোকে 

No comments:

Post a Comment