#মাঝি
#কবি বিশ্বাস (Ami Kobi Biswas Bolche)
#কবি বিশ্বাস (Ami Kobi Biswas Bolche)
মাঝি যথা আপন মনে কথা কয় নদীর সাথে ৷৷
কে আছো পারে,?
ও মাঝি ওপারে যাবে নাকি?
বলি হে যাবে কোথায় ?
যেথা তুমি মাঝি আমায় নিয়ে যাবে !
এ কেমন ছলনা,আবার সুধাই তোমায় ?
বন্ধু তুমি কোথা যেতে চাও ?
হেয়ালি নয় মাঝি সত্যি আমি যেতে চাই
তবে বলো কোথায় যাবে ?
মাঝি যথা আপন মনে কথা কয় নদীর সাথে ৷
মাঝি আমায় সেথা নিয়ে যাও ৷৷
কে আছো পারে,?
ও মাঝি ওপারে যাবে নাকি?
বলি হে যাবে কোথায় ?
যেথা তুমি মাঝি আমায় নিয়ে যাবে !
এ কেমন ছলনা,আবার সুধাই তোমায় ?
বন্ধু তুমি কোথা যেতে চাও ?
হেয়ালি নয় মাঝি সত্যি আমি যেতে চাই
তবে বলো কোথায় যাবে ?
মাঝি যথা আপন মনে কথা কয় নদীর সাথে ৷
মাঝি আমায় সেথা নিয়ে যাও ৷৷
No comments:
Post a Comment