যদি যাই ভেসে আমাদের স্বপ্ন (কবি বিশ্বাস)(কাল্পনিক কবি)(Ami Kobi Biswas Bolche)
যদি যাই ভেসে আমাদের স্বপ্ন,
ভুলে যেওনা আর মন এর কষ্ট,
শেষ হয়েও শেষ করতে চাই না তোমার স্মৃতি,
বানের জলে ভেসে যাই যদি রক্তের শরীর,
বা অচল পর হয়ে যাই যদি অন্যের প্রদীপ,
মন বোরো চঞ্চল রাতের কবি.........
রাতের বেলা চাঁদ হয়ে ফুটে থাকবো যদি,
দেখবো না আমি মধ্যে রাতে,
অশ্রু ভেসে যাবে পথ চোখের জলে
No comments:
Post a Comment