Sunday, 30 July 2017

রাগিনী "কবি বিশ্বাস" (Ami Kobi Biswas Bolche) কাল্পনিক কবি

রাগিনী 
কবি বিশ্বাস 
অনন্ত বিরহী লুকাও কোন মেঘের আড়ালে
অবসরপ্রাপ্ত সন্ধ্যায় ঘন অন্ধকারে,
দিগন্ত সহস্র রজনী জলে উঠে অগ্নির দাবানলে
নিভিয়ে দিতে চায় আধার কালো ছায়ায় ।
শুকনো পাতার কান্না ভরা চোখে,
চাঁদের আলোর উষ্ণ কালো আবরণে
মিশে যায় একোন গভীর রাতের দিকে ।
নিঃসঙ্গ রাত্রি জাগরণে চাপা থাকে চোখের পাতায় -
একটু বিশ্রাম চায় কালির অপলকে,
লেপটে যায় ঘন কালো রাত্রি শেষে ।
যন্ত্রনায় জেগে ওঠে রক্তের দাবানলে
অন্ধকার সরে যায় অগ্নির প্রভাতে ,
রক্তময় লাল আকাশে নিভে যায় সহস্র অগ্নিশিখা,
দেখা দেয় নতুন প্রভাতের আলো,
মায়াময়ী অন্ধকার অগ্নিশিখা মিশে যায়
নীল আলোর আবরণে।।

No comments:

Post a Comment