কৃষ্ণকলি
কবি বিশ্বাস
হে ভ্রমর তথা রহিব তপোবনে
বিরহী মনের ধুসর মায়াজালে।
কৃষ্ণ কহিল তব রাঁধারও দাসী,
এ মম শরীর তব কৃষ্ণ বিলাসী
কি জানি, নাম তোমার কথাকলি?
লয় পায় সময় তব, অচির ঘোরগুলি।
মাধবীর মধুময় তোমার পরশ সখী
তোমার লাজুকতায় মুদ্ধ আমি।
ময়ুর পক্ষ যার মস্তকে বিরাজে ,
তাহার দাসী আমি মুক্ত করবী।
নাম কহিতে পায় শব্দ, লয় পায় রাশ-
আমিও অভাগী যেন তোমার দাস।
সময় বয়ে চলে বিরল বিলাস
কোহিবার কথা তব, কি জানি আমি!
হে প্রিয়মোর, আমি তোমার কৃষ্ণকথাকলি।
কবি বিশ্বাস
হে ভ্রমর তথা রহিব তপোবনে
বিরহী মনের ধুসর মায়াজালে।
কৃষ্ণ কহিল তব রাঁধারও দাসী,
এ মম শরীর তব কৃষ্ণ বিলাসী
কি জানি, নাম তোমার কথাকলি?
লয় পায় সময় তব, অচির ঘোরগুলি।
মাধবীর মধুময় তোমার পরশ সখী
তোমার লাজুকতায় মুদ্ধ আমি।
ময়ুর পক্ষ যার মস্তকে বিরাজে ,
তাহার দাসী আমি মুক্ত করবী।
নাম কহিতে পায় শব্দ, লয় পায় রাশ-
আমিও অভাগী যেন তোমার দাস।
সময় বয়ে চলে বিরল বিলাস
কোহিবার কথা তব, কি জানি আমি!
হে প্রিয়মোর, আমি তোমার কৃষ্ণকথাকলি।
No comments:
Post a Comment