Sunday, 30 July 2017

আজও হয়তো (কবি বিশ্বাস)(Ami Kobi Biswas Bolche)(কাল্পনিক কবি)

আজও হয়তো
কবি বিশ্বাস(Ami Kobi Biswas Bolche)
আজও হয়তো একান্তেই বসে আছো,
এলোমেলো ওই চুলের ভাঁজে, ঢেউ খেলেছে ঝড়-
তবু কেন উষ্ণতা পাইনি হাতের শিরাগুলি? 
শুকনো হাতে ধুলা জমেছে বুকের খাদে।
ঘুম আসেনি ধোয়াকালিমাখা চোখগুলি,
হয়তোবা, মৌমাছি ফুলের মধু-
অসাধন করে নিয়েছে কোনো দিবালোকে।
কেন আবার, সে ফুলের কড়ি হয়ে ঝরে যাবে?
তবু আজ খালি পড়ে আছে, গাছের ছায়ায় চেনা মুখগুলি,
সাঁজের আলোয় হয়তো ঝাঁপসা হয়ে গেছে,
অথবা মুছে গেছে তোমার চোখের জলে।
তুমি হয়তো, এখনো দাঁড়িয়ে আছো, কোনো কিনারায়-
হয়তোবা, কোনো অন্য কারোর অপেক্ষায়। সত্যিই কী আছো?
তোমার ভালোবাসা কী ঝরে গেল? বসন্তের পাপড়ির মতো।
প্রকৃতি হয়তো, তোমার মতোই নিষ্পাপ।
তবু অজান্তেই ভাসে গেছে আমাদের ঘরের কুঠি,
শুধু খাটিয়া ছাড়া, বাকি সব কিছু, "অসমম্ত রয়ে গেছে ডাইরির পাতায়"।
"আজও হয়তো", নিঃস্তব্ধ হয়ে আছে কাবলির বটবৃক্ষ।
গাছের ডালের পাখিগুলি হটাৎই উড়ে গেল জানো,
আজ এর কেউ ডাকেনা, খোঁজেনা, পাখিগুলি নেই আজ গাছের ডালে,
মিঠে কথায় কেউ আর ভোলায়না, কোনো একান্ত দুপুরে।
"তুমি আজও হয়তো একান্তেই বসে আছো"।
তোমার নাম কী আজ বিলাসী? ভালোবাসা ফুরায়নি হয়তো,
শুধু ভেসে গেছে কোনো জলের স্রোতে।
তোমার জন্য "আজও হয়তো" বসে আছি কোনো নদীর ঘটে।
ওই ঘোলা জলে ছুঁয়ে দেখো, খুঁজে দেখো;
হয়তো আমায় দেখতে পাবে তোমার হাতের খাঁজে।
আকাশে ঘন মেঘ জমেছে, আবারো আসবে কি সেই কাল বৈশাখী?
দেহ গুলো ভিজবে কত চোখের জলে।
"তবু ঘুম চোখে বিরত নেশা লাগে ঠোঁটের ফাঁকে",
শরীরগুলো হয়তো কেঁপে উঠবে, "মাদকীয়তার" ঝলকানিতে।
"আজও হয়তো একান্তেই বসে আছো",
ট্রেন থামেনি আর একা স্টেশনে,
যদি আবারো এসে দাঁড়াই কোনো একদিন,
উঠবে বলো আমার সাথে,
জানো তোমার হাতের ছোয়াগুলো, আজ আমার হাত ভিজিয়ে দেয়।
নৌকার মাঝি আজ আর নেই,
তাই হয়তো, একই দাঁড়িয়ে আছো নদীর ধারে।
তোমার গায়ের ওই মিঠে গন্ধ, আজ আমার উন্মুক্ত শরীর ভিজে যায়
তোমার খোঁপার কাটায় হয়তো বন্দি ছিল কোনো পরী।
কেন খুলে দিলে, হারিয়ে গেল নদীর স্রোত হয়ে
তোমার ঠোঁট দুটো "আজও হয়তো" শুকিয়ে গেছে
আজ আর ওই নরম ঠোঁটে নেশা লাগেনা
ঝলসে গেছে ওই মরণ আগুনে।
দেহটা পুড়ে গেছে বিভীষিকায়
হারিয়ে গেছে ভালোবাসা শুকনো পাতার মোর,
তবু ফিরে আসেনি সেই মুহূতগুলো
"আজও হয়তো একান্তেই বসে আছো"।
জানিনা কেমন লিখেছি ভালো লাগলে কমেন্ড করিস ..

No comments:

Post a Comment