Sunday, 30 July 2017

মনের আত্মকথা একটি বৃক্ষ (কবি বিশ্বাস) (Ami Kobi Biswas Bolche)(The Mind Innerseeling is a Tree)( kobi biswas) কাল্পনিক কবি

মনের আত্মকথা একটি বৃক্ষ
কবি বিশ্বাস (Ami Kobi Biswas Bolche)
যেখানে শব্দ একটি বাতাস বয়ে নিয়ে যায়
গল্প তথা কল্পনায় বদলে যায়। 
মায়াবিনী মরীচিকা মরুকথা গল্পে,
কল্পনার বেশ ধরে,
শুকনো পাতার কালির দাগ মনকে জাগায়।

যে যেন এক কল্পনা,
নেই কোনো অবচেতন, নেই কোনো আকাঙ্খা
নেই কোনো আঁধার স্বপ্ন,
শুধু আছে ভালোবাসা।
সে শান্ত কেবলি শান্ত,
সজীব প্রান্তে আলোসাজানো মনের জানালা।
কণ্ঠধ্বনি চিরশিখা হয়ে মনে আঁকা তাঁর চোখে আমি দেখি স্বপ্ন, তাঁর হাসি ভুলতে সবকিছু । ভুল হয়ে যাই কাজের কল্পনায়, তখন মন হয় ব্যাকুল।
কিছু জমা কথা,মনের কষ্ট গভীর হয়ে মনকে ব্যাকুল করে,
জাগরণে ভেসে ওঠে কল্পনার চাবিকাঠি অবসর জীবন শুধু,ছড়িয়ে থাকে ভালোবাসা ।।


(English translation of my Bengali poetry)


The Mind Innerseeling is a Tree
kobi biswas (Ami Kobi Biswas Bolche)

Where a sound drives the wind away
The story turns into an imagination.
‘Mayabini marichika’ this a like desert story,
It takes dress of imagination.
The instincts of the dry’s leaves fills my soul.
He is an imagination,
There is no kind of feeling, no sorrow
There is no ‘adhara dream’
But only love.
He is peaceful, only peaceful
Far away there is light surrounded around minds window.
Voice of the engrossed drawn in mind,
I see dream in her eyes
Her laughter forgotten is everything
There is a mistake while imagining work
Then the mind becomes inquisitive.
Some of the dialogue distressed , it profounded,
Mind become inquisitive
In awareness arises the key of imagination,
In life there is always surrounded with love.

বিঃদ্রঃ :- (কবিতাটি আমার ব্যার্থতার প্রতিচিহ্ন যদি কারোর ভালো লাগে কমেন্ড করবেন।)

No comments:

Post a Comment