চিত্রকবি
কবি বিশ্বাস(Ami Kobi Biswas Bolche)
এই গল্পের সূচনা নেই কোনো
লেখা গুলো বদ্ধ ঘরে বন্দি।
অলসতায় ঝরে পরে ত্রাস
ক্ষিপ্ত বুকের অনুসূচনায়
ইচ্ছা গুলো কালো মেঘের আড়ালে,
ভাসিয়ে নিতে চায় আমায়।
বাস্তবতা সংকীর্ণ গ্লানি,
মুছে দিতে চায় আমায়
কথা তব কথার স্রোতে,
আটকে রাখে অনুসূচনায়।
গল্পগুলোর মাথা গেছে ছুটে-
ভালোবাসার তাসের ঝরে,
বেঁচে থাকার ইচ্ছাগুলো কম
জীবনটা আজ সময় নদীর কূলে।
ভাসতে চাই নদীর ওপারে
মাঝি আমি নৌকার পথের স্রোতে,
ভেসে যাই সীমান্ত কিনারাতে
ডুবে যাবে নৌকার চিত্রকবি
মিশে যায় নদীর শেষ কূলে।
কবি বিশ্বাস(Ami Kobi Biswas Bolche)
এই গল্পের সূচনা নেই কোনো
লেখা গুলো বদ্ধ ঘরে বন্দি।
অলসতায় ঝরে পরে ত্রাস
ক্ষিপ্ত বুকের অনুসূচনায়
ইচ্ছা গুলো কালো মেঘের আড়ালে,
ভাসিয়ে নিতে চায় আমায়।
বাস্তবতা সংকীর্ণ গ্লানি,
মুছে দিতে চায় আমায়
কথা তব কথার স্রোতে,
আটকে রাখে অনুসূচনায়।
গল্পগুলোর মাথা গেছে ছুটে-
ভালোবাসার তাসের ঝরে,
বেঁচে থাকার ইচ্ছাগুলো কম
জীবনটা আজ সময় নদীর কূলে।
ভাসতে চাই নদীর ওপারে
মাঝি আমি নৌকার পথের স্রোতে,
ভেসে যাই সীমান্ত কিনারাতে
ডুবে যাবে নৌকার চিত্রকবি
মিশে যায় নদীর শেষ কূলে।
No comments:
Post a Comment