Monday, 31 July 2017

তুমি কবিতা কবি বিশ্বাস (Ami Kobi Biswas Bolche)(কাল্পনিক কবি)

তুমি কবিতা
কবি বিশ্বাস
যানিনা কে তুমি
তুমি কবিতা
কীভাবে লিখবো তোমায়
আমার যানা নাই
কোনবা শব্দ জুরলে আমি
পাবো তোমার ছন্দ
তাইতো হয়েছি আমি
কঠিনত্ব দন্ধ।
কোনবা শব্দ থাকলে পরে
তোমায় পাওয়া যায়
কোনবা শব্দ জুড়লে
যানি তোমায় খোজা যায়
কত ভেবে পাগল আমি
কেন পাইনা তোমায়
সবাই আমায় কবি বলে
ছন্দ হারা মশাই।
কত ভেবে ভাললাগে না
পাইনা কেন তোমায়
কেন আমার হৃদয়ে থাকো
ধরতে গিয়ে হার মেনে যাই,
যানিনা কোন সুর আছে
তোমার আমার মাঝে
যাহাদিয়ে ছন্দ হয়
অক্ষর গুলো সাজে।
কেন তোমার পরিহাস
আমার এই কলমে
লিখতে গিয়ে শব্দ হয়
ছন্দ আসেনা মনে।
কোথায় তুমি লুকিয়ে আছ
গভীর অন্তরে
কখন দেবে তুমি
আমার কলমে
যানিনা কে তুমি
তুমি কবিতা🤔
যেদিন কবির সাথে কবিতার মিলন হবে,সেদিন কবি কোথাও হারিয়ে যাবে,কোথাও অদৃশ হয়ে যাবো তখন আমায় আর তুমি পাবে না,আমি এমনি বাঁচে থাকবো কবিতার হয়ে,তাই সারাজীবন থাকবো তোমার অপেক্ষায়
কথা দিলাম কবিতা তোমায়।

No comments:

Post a Comment