#উপন্যাস (Ami Kobi Biswas Bolche)(কাল্পনিক কবি)
কবি বিশ্বাস
কবি বিশ্বাস
তোর চাহনি গুলো কেমন যেন!! ওই ভাবে তাকাবিনা, আমার দিকে। আমায় দেখার মতো এমন কীআছে ? আমি এতটাও সুন্দরনা.....
ধুর!! কী যে বলিস; সব সুন্দর্য কী খালি শরীরে থাকে; আমি তোর মন এর সুন্দর্য দেখি রে পাগলী, জানিস মন কী বলে?? যতবার দেখি তোকে, খুব লোভ হয় জানিস তোর ঠোঁট দুটো; কোনো জানিনা! আমাকে কেমন একটা, পাগল করে দেয় ।
যতসব!!! থাক তোকে আর বানিয়ে বানিয়ে বলতে হবে না; বুঝছি আমি, কোনো? আমার ঠোঁট দুটোতে এমন কি আছে শুনি ?? কেন চাস ? মিষ্টি বলে....
কেন চাই সেটাতো জানিনা, শুধু একটা কথা বলা, ঠোঁটে লিপস্টিক পরিসনা প্লিজ; হে মিষ্টিতো বটে, মনে হয় যেন কামড়ে খেয়ে ফেলি ।
সেতো আমি জানি, কত যে আর কিস আর করিস, কামড়ে কামড়েইতো খাস, কিস টাও ঠিক করে করতে পারিসনা;
হ্যা পারি নাতো তাই জন্যই তো ঠোঁটে ঠোঁট রেখে সময়টা কী ভাবে কেটেযাই টের পাওয়ায় যায়না, তবে কী জানিস লোভটা আজ আমার রয়ে গেছে.............
বাকিটা পরে ..............................
No comments:
Post a Comment