Monday, 31 July 2017

টুকরো চিঠি (কবি বিশ্বাস) (Ami Kobi Biswas Bolche)(কাল্পনিক কবি)

টুকরো চিঠি
কবি বিশ্বাস
মন দিয়ে লেখা কোনো চিঠি
জানিনা, দিয়ে যায় মনে ব্যাথা,
তবুও শুরুটা যে বেশ ভালো ছিল,
কালি ছিল কলমএ,
টেনে ছিলাম যেমন খুশি দাগ ৷
তবু আটকে থাকা ওই বদ্ধ ঘরে
বিছানার এক পশে,
আজ জেগে আছি সেই ভোরে,
তবু জানি আসবেনা কল,
আর এই টেলিফোনে ৷
শেষটা যে দিলে ব্যাথা,
ভাবিনি তবুও এমন হবে,
আজ হয়তো অচেনা লাগে,
তোমার কাছে আমায়,
একলা নিজেকে ৷৷

No comments:

Post a Comment