টুকরো চিঠি
কবি বিশ্বাস
কবি বিশ্বাস
মন দিয়ে লেখা কোনো চিঠি
জানিনা, দিয়ে যায় মনে ব্যাথা,
তবুও শুরুটা যে বেশ ভালো ছিল,
কালি ছিল কলমএ,
টেনে ছিলাম যেমন খুশি দাগ ৷
জানিনা, দিয়ে যায় মনে ব্যাথা,
তবুও শুরুটা যে বেশ ভালো ছিল,
কালি ছিল কলমএ,
টেনে ছিলাম যেমন খুশি দাগ ৷
No comments:
Post a Comment