Sunday, 30 July 2017

অজানা গল্প (কবি বিশ্বাস)(Ami Kobi Biswas Bolche) (কাল্পনিক কবি)

অজানা গল্প 
কবি বিশ্বাস(Ami Kobi Biswas Bolche) 
এ কোন অজানা গল্প, 
বিরহী এক নারীর রূপকথা। 
কাল্পনিক কোনো বদ্ধ কারাগারে, জীবন শুধু অরাজকতা।
ঘুমন্ত কোনো কঠিন বাস্তবে,
আমার তোমার অজানা কবিতা-
অচেনা ওই পথঘাট গুলো,
আঁকাবাঁকা আমার ব্যার্থতা।
আধার রাতে শরীর ঘুমায়
জেগে থাকে আমার নগ্নতা,
ভদ্রলোক শুধু তোদের সমাজ-
আমি নাকি হ জ ব র ল,
ব্যার্থতা যেন শরীর লয় পায়,
ঝলসে যায় আমার চোখের পাতা
অচেনা এই মিথ্যা কথার শহরে,
বেড়ে ওঠে আমার উন্মাদনা ।।

No comments:

Post a Comment