শেষ বার
কবি বিশ্বাস
কেন যে বারেবারে দেখা হয় ,
অকারণ শুধু কথা হয়।
পিছুটান শুধু বাড়ে অকারণ
মনের গভীরে ফাঁকা শূন্যতায়,
সব খানিক খুনের গল্প মাত্র,
বাকিটা নয় ইতিহাস।
হৃদয় খুলে ছুঁয়ে দেখো ,
লেখনীর বইয়ের পাতায়।
মন্তব্য গুলো নাহয় তোলা থাক,
শেষ বার এর; পরের পাতায়,
সময় তোমায় ছুতে চায়,
পেতে চায় ওই ঠোঁটের পরশ,
আলসেমি তুমি ঘুম কাতরে,
জড়িয়ে ধরে পাসবালিশে।
মনেকে তুমি বৃথাই জানাও
দিনের আলোর অন্ধকারে।
রাগ যে, তোমার মিষ্টি ভারী
দুস্টু হাসি ঠোঁটের কোণে।
তোমার চোখের পাতায় কাজল হব,
লেপ্টে রব আলতো করে,
দুষ্টমিতে ছোঁব তোমায়,
তোমার চোখের ইশারাতে।
ঘুম দেব তোমার চুলের খোপায়,বধ জীবন করাগারে,
আবার আমি কবি হবো
রাতের বেলা শেষ বারে,
হয়তো আবার হারিয়ে যাবো
সাদা কালো ওই ঝাপসা পথে,
শেষ বার ওই রাস্তাতে
দেখা দিয়ো সেই দুপুরে।
আনমনে ওই পথের পাসে
দেখা হবে হটাৎ করেই।
শুধু শেষ বারে ইচ্ছে ভারী
চুমু খাবো তোমার ঠোটে।।
কবি বিশ্বাস
কেন যে বারেবারে দেখা হয় ,
অকারণ শুধু কথা হয়।
পিছুটান শুধু বাড়ে অকারণ
মনের গভীরে ফাঁকা শূন্যতায়,
সব খানিক খুনের গল্প মাত্র,
বাকিটা নয় ইতিহাস।
হৃদয় খুলে ছুঁয়ে দেখো ,
লেখনীর বইয়ের পাতায়।
মন্তব্য গুলো নাহয় তোলা থাক,
শেষ বার এর; পরের পাতায়,
সময় তোমায় ছুতে চায়,
পেতে চায় ওই ঠোঁটের পরশ,
আলসেমি তুমি ঘুম কাতরে,
জড়িয়ে ধরে পাসবালিশে।
মনেকে তুমি বৃথাই জানাও
দিনের আলোর অন্ধকারে।
রাগ যে, তোমার মিষ্টি ভারী
দুস্টু হাসি ঠোঁটের কোণে।
তোমার চোখের পাতায় কাজল হব,
লেপ্টে রব আলতো করে,
দুষ্টমিতে ছোঁব তোমায়,
তোমার চোখের ইশারাতে।
ঘুম দেব তোমার চুলের খোপায়,বধ জীবন করাগারে,
আবার আমি কবি হবো
রাতের বেলা শেষ বারে,
হয়তো আবার হারিয়ে যাবো
সাদা কালো ওই ঝাপসা পথে,
শেষ বার ওই রাস্তাতে
দেখা দিয়ো সেই দুপুরে।
আনমনে ওই পথের পাসে
দেখা হবে হটাৎ করেই।
শুধু শেষ বারে ইচ্ছে ভারী
চুমু খাবো তোমার ঠোটে।।
No comments:
Post a Comment