রহস্যময়ী
কবি বিশ্বাস
#উষ্ণতা নেমেছিল তোমার শরীর জুড়ে, আদ্র ঊষ্ণ ওই হাতের ছোয়ায় বাতাসে ও লেগেছিল আগুন।ইচ্ছাগুলো তোমার হাতের পরশ পেয়ে মুদ্ধ হয়েছিল উদাসীনতায়।নতুন করে এই শরীরের লেগেছিল নেশা। বিশ্রাম পাইনি চোখগুলো, জেগে ছিল গভীর রাতে। মুদ্ধ ছিলাম তোমার শরীরের গন্ধে, আর ছিলাম তোমার হাতের ছোঁয়ায়, অজান্তেই লিখেছিলাম কত কবিতা , সত্যি যদি জানতাম তুই চলে যাবি! তোর আদল থাকবেনা আর আমার কবিতায়, তবে হয়তো আগেই ছিঁড়ে ফেলতাম ডাইরির পাতাগুলো।
মুছেদিতাম তোর অভিমান,আর বলতাম হে রহস্যময়ী, তোমার বুকে ঘুম দিতাম রবির সাঁজে। তোর হাতের নগ্ন শিরার আলতো পরশ, আমায় জানিস গায়ে দেয় কাঁটা।তোকে হয়তো সত্যি ভালোবাসতে পারিনি, সত্যি হয়তো ভুল ছিল সময়টা। কবে যে বড়ো হয়ে গেলাম মুছে গেল আমার ছোটবেলা।এখন আর হাতের মাঝে সেই নরম ছোয়া পাইনা। আজও চোখদুটো অজান্তেই ভোরে যায়, চোখের জলে।আমিত্ব মিশে যায় তুমিত্তে, লালসা নিয়ে আসে ঘৃণা।সত্যি এমন হতো কী আমাদের আজ? তোকে হয়তোবা একবার হারাতে দেখতে পারিনা।আজও সবই যে পরিহাস শুধু তোর শূণ্যতা।
কবি বিশ্বাস
#উষ্ণতা নেমেছিল তোমার শরীর জুড়ে, আদ্র ঊষ্ণ ওই হাতের ছোয়ায় বাতাসে ও লেগেছিল আগুন।ইচ্ছাগুলো তোমার হাতের পরশ পেয়ে মুদ্ধ হয়েছিল উদাসীনতায়।নতুন করে এই শরীরের লেগেছিল নেশা। বিশ্রাম পাইনি চোখগুলো, জেগে ছিল গভীর রাতে। মুদ্ধ ছিলাম তোমার শরীরের গন্ধে, আর ছিলাম তোমার হাতের ছোঁয়ায়, অজান্তেই লিখেছিলাম কত কবিতা , সত্যি যদি জানতাম তুই চলে যাবি! তোর আদল থাকবেনা আর আমার কবিতায়, তবে হয়তো আগেই ছিঁড়ে ফেলতাম ডাইরির পাতাগুলো।
মুছেদিতাম তোর অভিমান,আর বলতাম হে রহস্যময়ী, তোমার বুকে ঘুম দিতাম রবির সাঁজে। তোর হাতের নগ্ন শিরার আলতো পরশ, আমায় জানিস গায়ে দেয় কাঁটা।তোকে হয়তো সত্যি ভালোবাসতে পারিনি, সত্যি হয়তো ভুল ছিল সময়টা। কবে যে বড়ো হয়ে গেলাম মুছে গেল আমার ছোটবেলা।এখন আর হাতের মাঝে সেই নরম ছোয়া পাইনা। আজও চোখদুটো অজান্তেই ভোরে যায়, চোখের জলে।আমিত্ব মিশে যায় তুমিত্তে, লালসা নিয়ে আসে ঘৃণা।সত্যি এমন হতো কী আমাদের আজ? তোকে হয়তোবা একবার হারাতে দেখতে পারিনা।আজও সবই যে পরিহাস শুধু তোর শূণ্যতা।
No comments:
Post a Comment