Monday, 31 July 2017

উপন্যাস (দ্বিতীয় পর্ব) (কবি বিশ্বাস)(Ami Kobi Biswas Bolche)(কাল্পনিক কবি)

উপন্যাস (দ্বিতীয় পর্ব)
কবি বিশ্বাস(Ami Kobi Biswas Bolche)
রাত কটা বাজে জানিস, ঘুমাবি কখন??
কখন আবার,যখন তুমি বলবে ......
কেন ঘুমাবো ?
অনেক হয়েছে এবার ঘুমা, আমি আর পারছিনা .......
(যত রাত বাড়ে তত বাড়ে ঘুম, আরো বাড়ে উত্তেজনা)
তুই কি আমাকে একটুকু শান্তি দিবি না? আমি ফোনটা রাখলাম ...
আমার খুব ঘুম পাচ্ছে ..
একটা কবিতা সোনাবি, তাহলে ঘুমিয়ে পড়বো,এই কিসের আওয়াজ হচ্ছেরে ??
পাখা, আমি পাখা চালিয়েছি
এত ঠান্ডায় পাখা,পাগল হয়ে গেছিস নাকি? তোর শরীরে ঠান্ডা বলে কিছু নেই,?তোর এত গরম লাগছে ??
এত রাগ তোর আমার উপর, আমি জানি তোর পায়ে ব্যাথা, তুই যে ওই ভাবে পরে যাবি, আমি ভাবতে পারিনি, এই নিয়ে কি আমায় সারা জীবন কথা সোনাবি ??
হে শোনাবো, আমার তোর সামনে ওই ভাবে পরে গেলাম, আর তুই মজা দেখছিলিস, সবাই আমার দিকে তাকিয়ে ছিল তও তুই চুপচাপ বসে ছিলিস,এক বারো তোর মনে হলোনা আমাকে তোলা উচিত ?
হে তুই দায়ী আমি তোর জন্যই পরে গেছি, কোনো যে আবার ফিরে আস্তে গেলাম, চলে গেলেই ভালো হতো.....
আমি কি বলেছিলাম তুই চলে যা, তুই আসার পর থেকেই যাবি যাবি করছিস, তাই আমি বললাম, ঠিক আছে চলে যা...........
হে সব দোষ তো এখন আমার, একবার আটকাতে পারতিস যখন আমি উঠে গেলাম, একবার হাতটা ধরে আমাকে আটকাতে পারতিস, কোনো, আটকাতে যাবি বল, আটকালে তো আমি আর পড়তাম না, আর তুই মজাটা পেটিস কিরে, তাই না, আমি যখন পরে গেলাম তখন তো খুব মজা পেয়েছিস....
তাই মনে হয় তোর, আমি মজা পেয়েছি, এই চিনলি আমাকে
যাই হোক ভালো লাগছেনা আমার এবার ঘুমিয়ে পর, আমাকেও একটু ঘুমাতে দে.....
উপসংহার :- সত্যি যদি জানতাম আমার ওই হাত ছাড়াটা, তুই আমাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে যাবি, বিশ্বাস কর তাহলে ছাড়তাম না, কোনো দিন আমার জায়গায় একবার নিজেকে বসিয়ে দেখিস, কোনো পারি নি বুজতে পারতিস...
(আচ্ছা একবার ভাবতো সেই দিন যদি তোর জায়গায় আমি ওই ভাবে পরে যেতাম, তুই কি করতিস ?? আঘাত গুলোই দেখলি শুধু, ভালোবাসাটা পায়ের তলায় মাড়িয়ে চলে গেলি,)
স্বপ্নরা জাল বোনে,
তোর মনের আনমনে,
ঘুমায়, চোখের পাতা,
শুধু ইচ্ছেরা জেগে থাকে,
উষ্ণতা শরীরে ছড়ায়,
অন্ধ ঘরের ঝাপসা দেওয়ালে.....
আজ জেগে আছি উষ্ণ মায়াবী গভীর রাতে.,
আজ স্বপ্নরা জাল বোনে ...................

No comments:

Post a Comment