মৃত সমাজ
কবি বিশ্বাস (Ami Kobi Biswas Bolche)
এই মৃত সমাজে আমাকে দিস একটু বাঁচবার আসা,
একটু পেতে দিস ওই প্রভাতী আলো,
পচাগলা এই শরীরটাকে একটু ঘুমাতে দিস তোর কোলে,
জানি, বিছানা ভিজে যাবে আমার রক্তে
তবু মুক্তি যে আমার আঁধার রাতে;
ওগো বিলাসী মোর, একটু ঘুমাতে দিয়ো তোমার কোলে।
নয়ন আজি মোর লুটিয়াছে সেই কবরে
যেথা, শেষ বার দেখা হয়েছিল তোমার সাথে
মনে কি আছে তোমার ? সেই বৃষ্টি ভেজা রাতের কথা-
আমার দেহ ছিল রক্তাক্ত, রং ভরা তোমার ওই ওড়নায়,
জানো বিলাসী ঘুম ছিল আমার চোখে,
সেই যে ঘুমালাম, আর যে দেখা হলো না।
পেলাম না আর শেষ বার, তোমার গায়ের গন্ধ
দেখা হলোনা আর তোমার ঠোঁটের হাঁসি;
জানি তোমার ব্যাথা, নদী হয়ে নেমেছিল তোমার চোখে-
ক্ষুদা যে বড়ো কষ্ট বিলাসী, ঘুমাতে দেয়না আমায় রাতে
কষ্ট যে খুব এই বুকের মাঝে, ক্লান্তি আসে আমার শিরাতে-
নগ্নতাতো আমার শরীরে বৃথাই চাদর দিস ওই কবরে,
এই চোখে আসেনি আর কোনো বিকেল.
শুধু অন্ধকার ঘনিয়েছে চোখের পাতায়।
সমাজ আমায় পাপী বলে ধিকার দেয় কবিতাতে-
নিজের মনে ক্ষুদ্র নগ্নতাকে লুকাস তোরা মৃত সমাজে,
ওগো বিলাসী মোর, একটু ঘুমাতে দিয়ো তোমার কোলে
জানি, বিছানা ভিজে যাবে আমার রক্তে।।
কবি বিশ্বাস (Ami Kobi Biswas Bolche)
এই মৃত সমাজে আমাকে দিস একটু বাঁচবার আসা,
একটু পেতে দিস ওই প্রভাতী আলো,
পচাগলা এই শরীরটাকে একটু ঘুমাতে দিস তোর কোলে,
জানি, বিছানা ভিজে যাবে আমার রক্তে
তবু মুক্তি যে আমার আঁধার রাতে;
ওগো বিলাসী মোর, একটু ঘুমাতে দিয়ো তোমার কোলে।
নয়ন আজি মোর লুটিয়াছে সেই কবরে
যেথা, শেষ বার দেখা হয়েছিল তোমার সাথে
মনে কি আছে তোমার ? সেই বৃষ্টি ভেজা রাতের কথা-
আমার দেহ ছিল রক্তাক্ত, রং ভরা তোমার ওই ওড়নায়,
জানো বিলাসী ঘুম ছিল আমার চোখে,
সেই যে ঘুমালাম, আর যে দেখা হলো না।
পেলাম না আর শেষ বার, তোমার গায়ের গন্ধ
দেখা হলোনা আর তোমার ঠোঁটের হাঁসি;
জানি তোমার ব্যাথা, নদী হয়ে নেমেছিল তোমার চোখে-
ক্ষুদা যে বড়ো কষ্ট বিলাসী, ঘুমাতে দেয়না আমায় রাতে
কষ্ট যে খুব এই বুকের মাঝে, ক্লান্তি আসে আমার শিরাতে-
নগ্নতাতো আমার শরীরে বৃথাই চাদর দিস ওই কবরে,
এই চোখে আসেনি আর কোনো বিকেল.
শুধু অন্ধকার ঘনিয়েছে চোখের পাতায়।
সমাজ আমায় পাপী বলে ধিকার দেয় কবিতাতে-
নিজের মনে ক্ষুদ্র নগ্নতাকে লুকাস তোরা মৃত সমাজে,
ওগো বিলাসী মোর, একটু ঘুমাতে দিয়ো তোমার কোলে
জানি, বিছানা ভিজে যাবে আমার রক্তে।।
No comments:
Post a Comment