সংলাপ
কবি বিশ্বাস (Ami Kobi Biswas Bolche)
তোর চোখের ভাষায় লিখেছিলাম সহস্র কবিতা-
কেন যে আনমনে তাকাই, তোর দিকে-
কি আছে তোর ওই দুটি চোখে
ভালোবাসা শুধু নেহাতই অনুসূচনা।
তোর বুকে ডুবিয়েছিলাম নিজেকে,
আমি তোরই চিত্ররূপ, দেখেছিলাম তোর চোখের পাতায়-
শতাব্দীর সৌন্দর্য ভেসে উঠেছিল "তোর" মুখে,
প্রকৃতির আজব "সংলাপ" তোর চোখের পাতায়।
আমার নগ্নতা মিশে গেছে, তোর কবিতার জালে,
তোর হাতের ছোয়ায়, হারিয়েছি নিজেকে-
তবু কাল্পনিক তোর ঠোঁটের উপর, ভিজিয়েছিলাম সেই দুপুরে,
তোর গন্ধে শরীর ছিল মাতাল,পাগল ছিলাম তোর "সংলাপে"-
তোকে এঁকেছিলাম কবিতার পাতায়,
হয়তবা ভাসিয়েছিলাম চোখের জলে;
হয়তো আবারো, তোকে ভালোবাসবো তোকে গভীর রাতে-
সময়ের টানে ভিজে যাবে বুক, গন্ধ নেবে নেশার বাতাস।
তোর নরম ওই গরম শরীরে, লিখবো শুধু আমার পরিহাস-
তোর চুলের কাটা শেষে, খুঁজি কবিতার পাতায়,
থাকবোনা আর কবি কোনো দিন, শুধু থাকে যাবে আমার সংলাপ।।
কবি বিশ্বাস (Ami Kobi Biswas Bolche)
তোর চোখের ভাষায় লিখেছিলাম সহস্র কবিতা-
কেন যে আনমনে তাকাই, তোর দিকে-
কি আছে তোর ওই দুটি চোখে
ভালোবাসা শুধু নেহাতই অনুসূচনা।
তোর বুকে ডুবিয়েছিলাম নিজেকে,
আমি তোরই চিত্ররূপ, দেখেছিলাম তোর চোখের পাতায়-
শতাব্দীর সৌন্দর্য ভেসে উঠেছিল "তোর" মুখে,
প্রকৃতির আজব "সংলাপ" তোর চোখের পাতায়।
আমার নগ্নতা মিশে গেছে, তোর কবিতার জালে,
তোর হাতের ছোয়ায়, হারিয়েছি নিজেকে-
তবু কাল্পনিক তোর ঠোঁটের উপর, ভিজিয়েছিলাম সেই দুপুরে,
তোর গন্ধে শরীর ছিল মাতাল,পাগল ছিলাম তোর "সংলাপে"-
তোকে এঁকেছিলাম কবিতার পাতায়,
হয়তবা ভাসিয়েছিলাম চোখের জলে;
হয়তো আবারো, তোকে ভালোবাসবো তোকে গভীর রাতে-
সময়ের টানে ভিজে যাবে বুক, গন্ধ নেবে নেশার বাতাস।
তোর নরম ওই গরম শরীরে, লিখবো শুধু আমার পরিহাস-
তোর চুলের কাটা শেষে, খুঁজি কবিতার পাতায়,
থাকবোনা আর কবি কোনো দিন, শুধু থাকে যাবে আমার সংলাপ।।
No comments:
Post a Comment