মনের উষ্ণতা
কবি বিশ্বাস
কবি বিশ্বাস
আজ জেগে আছি নতুন প্রভাতে,
উষ্ণ শীতল তোর বুকের মাঝে।
শরীর মাতাল আজ তোর নেশায়,
সারা শরীর মিশে গেছে তোর গন্ধে!
উষ্ণ হয়েছি অগ্নির প্রভাতে,
উষ্ণ শীতল তোর বুকের মাঝে।
শরীর মাতাল আজ তোর নেশায়,
সারা শরীর মিশে গেছে তোর গন্ধে!
উষ্ণ হয়েছি অগ্নির প্রভাতে,
তোকে জড়িয়ে আমার প্রভাতের আলোয়।
উষ্ণ শরাব পেয়ালা নিয়ে বসে আছে,
কোমল মখমলের বিছানায় জেগে উঠে শরীর।
উষ্ণতায় গাণিতিক প্রতিকে,
স্বপ্ন হয়ে দেখবো তোমায় তুমুল ভালবাসায়
আজ জেগে আমি প্রভাতী
উষ্ণ শরাব পেয়ালা নিয়ে বসে আছে,
কোমল মখমলের বিছানায় জেগে উঠে শরীর।
উষ্ণতায় গাণিতিক প্রতিকে,
স্বপ্ন হয়ে দেখবো তোমায় তুমুল ভালবাসায়
আজ জেগে আমি প্রভাতী
প্রেমের পেয়ালায় আজ কাম শরাব।
মন ভরে উঠে মাঠির সোঁদা গন্ধে,
চোখে নেই ঘুম যদি পেতাম নরম বুকের ছোয়া।
ভেসে যেতাম কোনো অন্ত নদীর তীরে
মন ভরে উঠে মাঠির সোঁদা গন্ধে,
চোখে নেই ঘুম যদি পেতাম নরম বুকের ছোয়া।
ভেসে যেতাম কোনো অন্ত নদীর তীরে
বুকের ভেতর বহু দূরের পথ।
জোয়ার এসেছে হঠাৎ করেই,
বেলী ফুলের গন্ধে ভাঙ্গে গেছে আমার ঘুম
তোমার নেশায় উন্মত্ত আমার শরীর-মন,
তাই লীলায় মত্ত হতে চাই স্পর্শের উল্লাসে।
উষ্ণ শরীর আমাকে নিঃসংগ করে,
স্বপ্ন দেখি দিন দূপুরে এই প্রতিকূল বাস্তবতায়। ।
জোয়ার এসেছে হঠাৎ করেই,
বেলী ফুলের গন্ধে ভাঙ্গে গেছে আমার ঘুম
তোমার নেশায় উন্মত্ত আমার শরীর-মন,
তাই লীলায় মত্ত হতে চাই স্পর্শের উল্লাসে।
উষ্ণ শরীর আমাকে নিঃসংগ করে,
স্বপ্ন দেখি দিন দূপুরে এই প্রতিকূল বাস্তবতায়। ।
No comments:
Post a Comment