Friday, 4 August 2017

তারা কৌরব কবি বিশ্বাস(Ami Kobi Biswas Bolche) কাল্পনিক কবি


তারা কৌরব
কবি বিশ্বাস
ভাঙে যাছে নবীন কথাচারিত কৌরব,
রড বদলে গেছে সারির অচল
মিশে গেছে পথের ধুলায়,
পালিয়ে গেছে কৌরব এর দল,
আজ কোলকাতার রাস্তাগুলো রক্তমাখা

চলার পথে বদলে গেছে পুরানো ইতিহাস,
তবু ওই মানুষ গুলো রয়েগেছে রাস্তার পাসে
বাস্তব দেখেনা তাকে নুংরা আবরজনা সাথে
যুব সমাজ আজ প্রতিবাদী শুরে স্লোগান দেয়
নিজ স্বার্থ লোভে,
কলম গুলো আজ রক্ত ঝরায়,
তবু তারা স্লোগান দেয় অপথক প্রতিহিংসা
প্রতিনয়ত জন্ম দেয় নতুন কৌরব
ভাষা নাই মুখে মোমবাতির আলোয়,
নিজেকে জাগায় প্রতি হিংসার আগুনে
শুধু পুড়ে যায় দুধের আল্টো মুখ
ঝরে রক্তের প্লাবন ভূমি,
দাগ কাটা যাই নতুন সমাজ

No comments:

Post a Comment