Sunday, 6 August 2017

মধ্যেরাতে এ কোন উন্মাদনা কবি বিশ্বাস (Ami Kobi Biswas Bolche)(কাল্পনিক কবি)




সরৎ রিতুর এই মধ্যেরাতে এ কোন উন্মাদনা আমাকে গ্রাস করেছে,কেরে নিয়েছে রাতের ঘুমকেন বারবার ভেসে ওঠো আমার চোখে? বড় অসহায় লাগে নিজেকে। আমার বিলাসিতা চাপা পড়েছে মেঘের অন্তরালে দমবন্ধ কর এই পরিবেশে! জানি তুমি নিদ্রায় সুজিত ধূসর কালো মেঘের অন্তরালে! ,একটু তো আমাকেও ঘুমাতে দাও
কবি বিশ্বাস 

No comments:

Post a Comment