#বীরাঙ্গনা
#কবি বিশ্বাস
#কবি বিশ্বাস
বীরহ তব বীরাঙ্গনা, মনের সন্ধিবানী
সমারহে ভ্রমর তব, কাকতালীয় মনের চোরাবালি
ভাসিছে শব্দবিনা কোন রাগিনী উল্লাসে,
জাগিছে মরুদ্বয় রক্তের খরস্রোতা ।
কে তুমি, চোখ মুদিয়াছো কালের মরুদ্যানে,
কেন হে করেছো অভাগী মানের সন্ধিবানী,
বলেছো ভাষার সনির্দয় ব্যাথার জীবনকাহিনী
ক্ষদ্র তব হৃদমঝরে মরণ বিভেশিকা,
জ্বলছে আগুন তব অন্ধকারে কালিমাখা,
তব শেষে ভাসিয়েছ তুমি জলস্রোতা।
সমারহে ভ্রমর তব, কাকতালীয় মনের চোরাবালি
ভাসিছে শব্দবিনা কোন রাগিনী উল্লাসে,
জাগিছে মরুদ্বয় রক্তের খরস্রোতা ।
কে তুমি, চোখ মুদিয়াছো কালের মরুদ্যানে,
কেন হে করেছো অভাগী মানের সন্ধিবানী,
বলেছো ভাষার সনির্দয় ব্যাথার জীবনকাহিনী
ক্ষদ্র তব হৃদমঝরে মরণ বিভেশিকা,
জ্বলছে আগুন তব অন্ধকারে কালিমাখা,
তব শেষে ভাসিয়েছ তুমি জলস্রোতা।
No comments:
Post a Comment