Bengali Poetry
Sunday, 6 August 2017
Friday, 4 August 2017
তারা কৌরব কবি বিশ্বাস(Ami Kobi Biswas Bolche) কাল্পনিক কবি
ভাঙে যাছে নবীন কথাচারিত কৌরব,
রড বদলে গেছে সারির অচল।
মিশে গেছে পথের ধুলায়,
পালিয়ে গেছে কৌরব এর দল,
আজ কোলকাতার রাস্তাগুলো রক্তমাখা।
রড বদলে গেছে সারির অচল।
মিশে গেছে পথের ধুলায়,
পালিয়ে গেছে কৌরব এর দল,
আজ কোলকাতার রাস্তাগুলো রক্তমাখা।
চলার পথে বদলে গেছে পুরানো ইতিহাস,
তবু ওই মানুষ গুলো রয়েগেছে রাস্তার পাসে।
বাস্তব দেখেনা তাকে নুংরা আবরজনা সাথে
তবু ওই মানুষ গুলো রয়েগেছে রাস্তার পাসে।
বাস্তব দেখেনা তাকে নুংরা আবরজনা সাথে
যুব সমাজ আজ প্রতিবাদী শুরে স্লোগান দেয়।
নিজ স্বার্থ লোভে,
কলম গুলো আজ রক্ত ঝরায়,
তবু তারা স্লোগান দেয় অপথক প্রতিহিংসা।
নিজ স্বার্থ লোভে,
কলম গুলো আজ রক্ত ঝরায়,
তবু তারা স্লোগান দেয় অপথক প্রতিহিংসা।
Tuesday, 1 August 2017
মনের উষ্ণতা (কবি বিশ্বাস)(Ami Kobi Biswas Bolche)(কাল্পনিক কবি)
মনের উষ্ণতা
কবি বিশ্বাস
কবি বিশ্বাস
আজ জেগে আছি নতুন প্রভাতে,
উষ্ণ শীতল তোর বুকের মাঝে।
শরীর মাতাল আজ তোর নেশায়,
সারা শরীর মিশে গেছে তোর গন্ধে!
উষ্ণ হয়েছি অগ্নির প্রভাতে,
উষ্ণ শীতল তোর বুকের মাঝে।
শরীর মাতাল আজ তোর নেশায়,
সারা শরীর মিশে গেছে তোর গন্ধে!
উষ্ণ হয়েছি অগ্নির প্রভাতে,
তোকে জড়িয়ে আমার প্রভাতের আলোয়।
উষ্ণ শরাব পেয়ালা নিয়ে বসে আছে,
কোমল মখমলের বিছানায় জেগে উঠে শরীর।
উষ্ণতায় গাণিতিক প্রতিকে,
স্বপ্ন হয়ে দেখবো তোমায় তুমুল ভালবাসায়
আজ জেগে আমি প্রভাতী
উষ্ণ শরাব পেয়ালা নিয়ে বসে আছে,
কোমল মখমলের বিছানায় জেগে উঠে শরীর।
উষ্ণতায় গাণিতিক প্রতিকে,
স্বপ্ন হয়ে দেখবো তোমায় তুমুল ভালবাসায়
আজ জেগে আমি প্রভাতী
প্রেমের পেয়ালায় আজ কাম শরাব।
মন ভরে উঠে মাঠির সোঁদা গন্ধে,
চোখে নেই ঘুম যদি পেতাম নরম বুকের ছোয়া।
ভেসে যেতাম কোনো অন্ত নদীর তীরে
মন ভরে উঠে মাঠির সোঁদা গন্ধে,
চোখে নেই ঘুম যদি পেতাম নরম বুকের ছোয়া।
ভেসে যেতাম কোনো অন্ত নদীর তীরে
বুকের ভেতর বহু দূরের পথ।
জোয়ার এসেছে হঠাৎ করেই,
বেলী ফুলের গন্ধে ভাঙ্গে গেছে আমার ঘুম
তোমার নেশায় উন্মত্ত আমার শরীর-মন,
তাই লীলায় মত্ত হতে চাই স্পর্শের উল্লাসে।
উষ্ণ শরীর আমাকে নিঃসংগ করে,
স্বপ্ন দেখি দিন দূপুরে এই প্রতিকূল বাস্তবতায়। ।
জোয়ার এসেছে হঠাৎ করেই,
বেলী ফুলের গন্ধে ভাঙ্গে গেছে আমার ঘুম
তোমার নেশায় উন্মত্ত আমার শরীর-মন,
তাই লীলায় মত্ত হতে চাই স্পর্শের উল্লাসে।
উষ্ণ শরীর আমাকে নিঃসংগ করে,
স্বপ্ন দেখি দিন দূপুরে এই প্রতিকূল বাস্তবতায়। ।
বীরাঙ্গনা কবি বিশ্বাস (Ami Kobi Biswas Bolche) (কাল্পনিক কবি)
#বীরাঙ্গনা
#কবি বিশ্বাস
#কবি বিশ্বাস
বীরহ তব বীরাঙ্গনা, মনের সন্ধিবানী
সমারহে ভ্রমর তব, কাকতালীয় মনের চোরাবালি
ভাসিছে শব্দবিনা কোন রাগিনী উল্লাসে,
জাগিছে মরুদ্বয় রক্তের খরস্রোতা ।
কে তুমি, চোখ মুদিয়াছো কালের মরুদ্যানে,
কেন হে করেছো অভাগী মানের সন্ধিবানী,
বলেছো ভাষার সনির্দয় ব্যাথার জীবনকাহিনী
ক্ষদ্র তব হৃদমঝরে মরণ বিভেশিকা,
জ্বলছে আগুন তব অন্ধকারে কালিমাখা,
তব শেষে ভাসিয়েছ তুমি জলস্রোতা।
সমারহে ভ্রমর তব, কাকতালীয় মনের চোরাবালি
ভাসিছে শব্দবিনা কোন রাগিনী উল্লাসে,
জাগিছে মরুদ্বয় রক্তের খরস্রোতা ।
কে তুমি, চোখ মুদিয়াছো কালের মরুদ্যানে,
কেন হে করেছো অভাগী মানের সন্ধিবানী,
বলেছো ভাষার সনির্দয় ব্যাথার জীবনকাহিনী
ক্ষদ্র তব হৃদমঝরে মরণ বিভেশিকা,
জ্বলছে আগুন তব অন্ধকারে কালিমাখা,
তব শেষে ভাসিয়েছ তুমি জলস্রোতা।
মাঝি (কবি বিশ্বাস) (Ami Kobi Biswas Bolche)(কাল্পনিক কবি )
#মাঝি
#কবি বিশ্বাস (Ami Kobi Biswas Bolche)
#কবি বিশ্বাস (Ami Kobi Biswas Bolche)
মাঝি যথা আপন মনে কথা কয় নদীর সাথে ৷৷
কে আছো পারে,?
ও মাঝি ওপারে যাবে নাকি?
বলি হে যাবে কোথায় ?
যেথা তুমি মাঝি আমায় নিয়ে যাবে !
এ কেমন ছলনা,আবার সুধাই তোমায় ?
বন্ধু তুমি কোথা যেতে চাও ?
হেয়ালি নয় মাঝি সত্যি আমি যেতে চাই
তবে বলো কোথায় যাবে ?
মাঝি যথা আপন মনে কথা কয় নদীর সাথে ৷
মাঝি আমায় সেথা নিয়ে যাও ৷৷
কে আছো পারে,?
ও মাঝি ওপারে যাবে নাকি?
বলি হে যাবে কোথায় ?
যেথা তুমি মাঝি আমায় নিয়ে যাবে !
এ কেমন ছলনা,আবার সুধাই তোমায় ?
বন্ধু তুমি কোথা যেতে চাও ?
হেয়ালি নয় মাঝি সত্যি আমি যেতে চাই
তবে বলো কোথায় যাবে ?
মাঝি যথা আপন মনে কথা কয় নদীর সাথে ৷
মাঝি আমায় সেথা নিয়ে যাও ৷৷
Monday, 31 July 2017
Subscribe to:
Comments (Atom)